গুলিবিদ্ধ হওয়ার ৪ দিন পর মারা গেলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র শাকিল

০৭ আগস্ট ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
আন্দোলনের সময় শাকিল

আন্দোলনের সময় শাকিল © ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে আহত ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলফিকার আহমেদ শাকিল মারা গেছেন। আজ বুধবার (৭ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছাত্র ফেডারেশনের দফতর সম্পাদক অনুপম রায় রূপক বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপক জানান, গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালনকালে ছাত্রলীগ-যুবলীগের গুলিতে আহত হন ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক জুলফিকার আহমেদ শাকিল। আজ বিকালে তিনি মারা গেছেন। তিনি গত ৪ আগস্ট থেকে ঢাকার আঁগারগাওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি ছিলেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে চারুকলা বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। শাকিল মিরপুরের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন ‘আমাদের পাঠশালা’র সাবেক শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

জুলফিকার আহমেদ শাকিলের মৃত্যুতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ শোক প্রকাশ করেছেন।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬