কুড়িল বিশ্বরোড অবরোধ করে নর্থ সাউথ এবং আইইউবি শিক্ষার্থীদের অবস্থান

১৬ জুলাই ২০২৪, ১২:৩১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কার আন্দোলন © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবার কুড়িল বিশ্বরোড অবরোধ করেছেন নর্থ সাউথ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। জানা গেছে, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। তাদেরকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে জমায়েত ও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নিজ নিজ ক্যাম্পাসের সামনে ব্র্যাক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।

জানা গেছে, রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিক্ষোভ করবেন বলে জানা গেছে।

একই সময়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের সামনে জড়ো হন। তাদেরও দাবি সম্বলিত ব্যানার বহন করতে দেখা গেছে।

কোটা সংস্কারপন্থীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন তারা। এরপর চলমান অবরোধ কর্মসূচিও পালন করা হবে বলে তারা জানিয়েছেন। সোমবার (১৫ জুলাই) রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

 
বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আইসিজেতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করায় তীব্র প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬