বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা পেল উত্তরা ইউনিভার্সিটি

উরি র‌্যাঙ্কিং
০৮ জুন ২০২৪, ০৪:৩০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
উত্তরা ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন (উরি)

উত্তরা ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন (উরি) © লোগো

বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির মধ্যে জায়গা করে নিয়েছে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটি। গতকাল শুক্রবার (৭ জুন) প্রকাশিত হওয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন (উরি) ২০২৪-এ ৩টি ক্যাটাগরির মধ্যে রয়েছে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান।

বিশ্বের শীর্ষ ১০০ ইউনিভার্সিটির মধ্যে উরি র‍্যাঙ্কিংয়ে স্টুডেন্ট সাপোর্ট এন্ড এনগেজমেন্টে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি। এই ক্যাটাগরিতে বাংলাদেশের মধ্যে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান ১ম।  বাংলাদেশের আর কোন ইউনিভার্সিটি এই ক্যাটাগরিতে নেই। 

এই ক্যাটাগরিতে শীর্ষ তিনে রয়েছে ফিলিপাইনের ইউনিভার্সিটি অফ বাগুইও ১ম, দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকোর ইউনিভার্সিডাদ দে লাস আমেরিকা তৃতীয় স্থানে রয়েছে উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই ইউনিভার্সিটি। এই ক্যাটাগরিতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এর অবস্থান ১৫তম।

বিশ্বের শীর্ষ ১০০ ইউনিভার্সিটির মধ্যে উরি র‍্যাংকিংয়ে সাপোর্ট ফর গ্লোবাল রেজিলেন্স ক্যাটাগরিতে র‌্যাঙ্কিংয়ের দিক থেকে ১৭তম অবস্থানে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি। এখানে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার হাংকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ। 

বিশ্বের শীর্ষ ১০০ ইউনিভার্সিটির মধ্যে উরি র‍্যাংকিংয়ে ইনফ্রাস্ট্রাকচার ও টেকনোলজি ক্যাটাগরিতে র‍্যাঙ্কিংয়ে ২২তম অবস্থানে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি। এই ক্যাটাগরিতে শীর্ষ তিনে রয়েছে- চিলির ইউনিভার্সিটিড অস্ট্রাল ১ম, ২য় অবস্থানে রয়েছে আর্জেন্টিনার পন্টিফিক্যাল ইউনিভার্সিটিড ক্যাথলিক ইউনিভার্সিটি এবং ৩য় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ইউএনএসডাব্লিউ সিডনি ইউনিভার্সিটি। এই ক্যাটাগরিতে বাংলাদেশের মোট ৭টি ইউনিভার্সিটি স্থান পেয়েছে। 

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন (উরি) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত অবদান মূল্যায়ন করে, উদ্ভাবনী শিক্ষা, গবেষণা এবং সমাজের সাথে জড়িত থাকার বিষয়টি তুলে ধরে। ২০২৪-এ ১৩টি ক্যাটাগরিতে র‌্যাঙ্কিং করা হয়েছে, যা সামাজিক অগ্রগতিতে শিক্ষা প্রতিষ্ঠানের সৃজনশীল অবদান পরিমাপ করে। এরই ধারাবাহিকতায় বিশ্ব বিখ্যাত গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ফর ইনোভেশন (উরি) গতকাল সকালে সুইজারল্যান্ডের ফ্রাঙ্কলিন ইউনিভার্সিটির ৪র্থ এইচএলইউ কনফারেন্সে এটি প্রকাশ করেছে।

উরি র‍্যাঙ্কিংয়ে এই অর্জন ইউনিভার্সিটির গৌরব ও মর্যাদাকে আরও সমুন্নীত ও সুদৃঢ় করেছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির এই অসামান্য অর্জনের জন্য উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী ইউনিভার্সিটি পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন

উত্তরা ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি উত্তরা ইউনিভার্সিটিকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। পাশাপাশি উরি র‌্যাঙ্কিং ২০২৪-এ অবস্থান পাওয়া বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিগুলোকে আমি অভিনন্দন জানাচ্ছি। 

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় ৯৩ শত…
  • ২০ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা জারি নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে গাজীপুরে ছাত্রশিবিরের বিক…
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বিএনপি দেশকে এ…
  • ২০ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ফ্রি ডেন্টাল চেকআপ 
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9