ইউআইইউতে ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পুরস্কার বিতরণী অনুষ্ঠান  © সংগৃহীত

ইংলিশ অলিম্পিয়াড ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া।

ইংলিশ অলিম্পিয়াডটি তরুণ শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা এবং প্রতিভা পরীক্ষার প্রতিযোগিতা। এবারের অলিম্পিয়াড ৩০টি জেলার ৮০০ টিরও বেশি শিক্ষার্থী চূড়ান্ত রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে। ২০১৬ সালে ইংলিশ অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষাগত দক্ষতার অর্জনের জন্য বিশ্বব্যাপী কাজ শুরু হয়েছিল এবং এ বছর ছিলো আসরের তৃতীয় সিজন।  

ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদেরকে কিডস, স্মল স্টার্টস, জুনিয়রস, হাই ফ্লায়ার, ট্রেলবেজার এবং সিনিয়রস মোট ০৬টি গ্রুপে বিভক্ত করা হয় এবং তারা সম্মানিত বিচারকদের দ্বারা পরিচালিত দুই দিনের কঠোর পরীক্ষা পদ্ধতির মুখোমুখি হয়েছিল। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনজনকে তাদের অসাধারণ কৃতিত্বের জন্য নগদ পুরস্কার, সার্টিফিকেট এবং মেডেল প্রদান করা হয়। 

প্রতিযোগীতায় অংশগ্রহণকারী এবং অভিভাবকরা ইংলিশ অলিম্পিয়াড নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি ইংরেজি ভাষা দক্ষতা অর্জন এবং প্রদর্শনের জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ক্রোমার কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ইসমাইল, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্কুল অফ বিজনেসের প্রধান প্রফেসর এস এম আরিফুজ্জামান, লিডার্স স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ কর্নেল (অব.) আবু নাসের মোঃ তোহা, র‌্যানকনের রিয়েল এস্টেট ও সি ফিশিং এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিইও তানভীর শাহরিয়ার রিমন, ইউআইইউর জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের সিইও জিয়া উদ্দিন মাহমুদ। অলিম্পিয়াডের লিডে ছিলেন ইংলিশ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা এবং সিইও মোহাম্মদ আমান উল্লাহ ।

ইংলিশ অলিম্পিয়াড কর্তৃপক্ষ আগামী বছর আরও বড় পরিসরে করার ঘোষণা দেন এবং এই অলিম্পিয়াড শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং বিশ্বের ভবিষ্যত লিডার হওয়ার জন্য অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence