কোর্স রিনিউ না হলে কেন আমাকে দিয়ে ক্লাস নেওয়া হল, প্রশ্ন আসিফের

২২ জানুয়ারি ২০২৪, ১১:৪২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
আসিফ মাহতাব

আসিফ মাহতাব © ফাইল ছবি

চাকরিচ্যুতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। তিনি ব্র্যাকের বিজ্ঞপ্তির সূত্র ধরে প্রশ্ন তুলেছেন, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়টির চুক্তি নবায়ন না হলে কেন তাকে দিয়ে ক্লাস করানো হয়েছে?

সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। একই পোস্টে ব্র্যাকের দেওয়া ই-মেইল ডিএক্টিভেট করে দেওয়া নিয়েও কথা বলেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার কন্ট্রাক্ট যদি রিনিউ নাই করা হবে তাহলে আমাকে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা মিটিং, কাররিকুলাম ডেভেলপমেন্টের কাজ কেন করানো হলো? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার কোর্স রিনিউ করা হয়নি ভালো কথা, তো আমাকে দিয়ে একটা ক্লাস কেন নেওয়া হলো?

ই-মেইল ডিএক্টিভেট প্রসঙ্গে তিনি পোস্টে লিখেন, ‘‘ই-মেইল ডিএক্টিভেট করেছেন ভালো কথা, কিন্তু আমি তার আগের রাতেই প্রমাণ রাখার জন্য আমাদের অফিসিয়াল এমাইলস যেখানে আমাকে ক্লাস দেওয়া হয়েছে, কাজ করানো হয়েছে—সব আরেকটি ইমেইলে সেন্ড করি।’’

এর আগে এদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশনস শাখা থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আসিফ মাহতাব উৎস ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। বর্তমানে তার সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি নেই। ব্র্যাক ইউনিভার্সিটি তার কর্মী এবং তাদের চুক্তির গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাম্পাসে সবার মাঝে সহযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণকে উৎসাহিত করার পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষক-শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘তারুণ্যের ভাবনায় নির্বাচনী ইশতেহার’ শীর্ষক ডায়ালগ অ…
  • ২৫ জানুয়ারি ২০২৬