ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আইএসইউ ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ
আইএসইউ ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ  © টিডিসি ফটো

দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষালয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কুমিল্লার বরুড়া উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বরুড়া উপজেলা পরিষদ ভবনের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা। 

দিনব্যাপী এ আয়োজনে বরুড়া পৌরসভাসহ স্থানীয় ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ৯ হাজার ৫০০টি সুয়েটার ও ৬’শ লেপ এবং ১ হাজার ২০০টি মোজা বিতরণ করা হয়।

আরও পড়ুন: সর্বোচ্চ শতভাগ ওয়েভারে ভর্তি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজার ও বরুড়া জনকল্যাণ সমিতির নির্বাহী সদস্য কামরুজ্জামান রিমন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসার গোলাম রাব্বানী, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। 

গ্লোবাল ইসলামি ব্যাংক কুমিল্লা শাখা ব্যবস্থাপক শাহনুর আলমের সঞ্চালনায় উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল মোল্লা, সাধারণ সম্পাদক নবাব হোসেনসহ সংগঠনটির সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) বোর্ড অব ট্রাস্ট্রিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বরুড়ার কৃতি ও গুনী সন্তান। তিনি বিভিন্ন দুর্যোগে বরুড়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও দরিদ্র মানুষের জন্য সেবা ও সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও আশাবাদ জানান তারা।


সর্বশেষ সংবাদ