সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন আইইউবি’র সাজিদুর

১৩ নভেম্বর ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
ফিলিস্তিনের পতাকা জড়িয়ে সমাবেশস্থলে সাজ্জাদ

ফিলিস্তিনের পতাকা জড়িয়ে সমাবেশস্থলে সাজ্জাদ © সংগৃহীত

ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) গ্র্যাজুয়েট শিক্ষার্থী সাজিদুর রহমান। সে লক্ষ্যে তিনি সমাবর্তন অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা জড়িয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছিলেন। 

গত ৮ নভেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিশ্ববিদ্যালয়টির ২৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমার্বতন অনুষ্ঠানে সাজিদুর রহমান কালো গাউনের উপর ফিলিস্তিনের পতাকা জড়িয়ে উপস্থিত হন।

জানতে চাইলে সাজিদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা আমার একটা প্রতিবাদ ছিলো। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধ একটা বার্তা দিতে চেয়েছিলাম। আর ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতার জন্যে লড়ছে। মুসলিম হিসেবে আমরা তাদের পাশে আছি।

তিনি বলেন, আমি ভেবেছিলাম ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে সমাবর্তন মঞ্চে উঠবো। আমার ইচ্ছে ছিল সমাবর্তনের অতিথিদের সামনে পতাকাটা গায়ে জড়িয়ে বক্তব্য দেব। আমার সাথে আমার মা গিয়েছিলেন। আমার ইচ্ছে ছিলো মা এই মুহূর্তটা দেখবেন।

সাজিদুর রহমান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির হিসাববিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে আইইউবির কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার ও পাঁচ অনুষদের ডিনরা বক্তব্য রাখেন। সমাবর্তন অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আইইউবির রেজিস্ট্রার মো. আনোয়ারুল ইসলাম। 

জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম
  • ২৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে এনসিপির পদযাত্রার সূচিতে পরিবর্তন, শহীদ ওয়াসিমের…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘এ’ ইউনিটের মাধ্যমে হাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬
আর্মড ফোর্সেস মেডিকেলে নার্সিংয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২৬ জানুয়ারি ২০২৬
৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬