উত্তরা বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাব উদ্বোধন কাল

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বাংলা বিভাগে আগামীকাল সোমবার (১৩ নভেম্বর) উদ্বোধন হবে দক্ষিণ এশিয়ার প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর। আজ রবিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম প্রফেসর ডা. রোবেদ আমিন, এএমজেড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সায়েম।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়াসমিন আরা লেখা। উদ্বোধনী আয়োজনে হেলথ হিউম্যানিটিজ ও মেডিক্যাল হিউম্যানিটিজ বিষয়ে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন বাংলা বিভাগের শিক্ষক এবং মেডিক্যাল হিউম্যানিটিজ ও ট্রমা স্টাডিজ গবেষক ফারাহ বিনতে বশির দোলন। এতে সভাপতিত্ব করবেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সামজীর আহমেদ।

১৯৪৮ সালে জর্জ সার্টন ও ফ্রান্স সাইগেল নামে দুইজন বিখ্যাত ব্যক্তি মেডিকেল হিউম্যানিটিজ এই টার্মের প্রচলন করেন। 

১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের পেনিসিলভিনিয়া স্টেট ইউনিভার্সিটিজ কলেজ অফ মেডিসিন সর্বপ্রথম ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিজ নামে একটি মানবিকীবিদ্যা বিভাগ চালু করে। চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয় এমন একটি কলেজে হিউম্যানিটিজ বা মানবিকীবিদ্যার সংযোজনের বিষয়টি ছিল এক বিস্ময়। এই বিভাগের মূল উদ্দেশ্য ছিলো চিকিৎকদের আরও সহানুভূতিপ্রবণ, ভালো শ্রোতা ও মানবিক করে তোলা।

হেলথ হিউম্যানিটিজ এমার্জিং একটি ডিসিপ্লিন এবং ইউরোপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ডিসিপ্লিনের বিভাগ বা সেন্টার রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত, শ্রীলঙ্কার কিছু গবেষক মেডিকেল হিউম্যানিটিজ বিষয়ে কাজ করছেন।

বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান, শিক্ষক ছাড়াও পাবলিক হেলথের ছাত্র, শিক্ষক, মানবিকী বিদ্যার ছাত্র শিক্ষকেরা মেডিকেল হিউম্যানিটিজ নিয়ে কাজ করতে পারবেন। চিকিৎসা গ্রহণকারী এবং চিকিৎসা প্রদানকারী উভয়েরই এই থেরাপিউটিক টুলস দ্বারা উপকৃত হবার সুযোগ রয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence