৬ষ্ঠ ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্টের উদ্বোধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৬:১১ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০৬:১১ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে কুর্মিটোলা গলফ কোর্সে তিন দিন ব্যাপী ‘৬ষ্ঠ ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ শুরু হয়েছে।
শুক্রবার (০৩ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন এই আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ফ্যামিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেয়িার জেনারেল মো. মাহাবুবুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিইটিভ কমিটির সকল সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মো. শহীদুল হক (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার ও ক্লাব এফেয়ার্স লে. কর্ণেল আবু মো. সাইদুর রহমান ( অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার ও গলফ অপারেশন লে. কর্ণেল মো. আনোয়ার হোসেন (অবঃ) এবং উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই টুর্ণামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যগসহ দেশের সকল গলফ ক্রাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন।