আটক ডাকাত সদস্য ও অস্ত্র © সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মধ্যরাতে এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হয়েছে গ্রামবাসী। ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ এক ডাকাত সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার ওই ডাকাতকে পুলিশ হেফাজতে নেয়।
রবিবার দিবাগত গভীর রাতে শৈলকুপার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী দ্রুত জড়ো হয়ে চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় পালানোর পথ না পেয়ে এক ডাকাত সদস্য জনতার হাতে ধরা পড়ে।
আটক ব্যক্তি ব্যক্তির কাছ থেকে ভয়ংকর দেশীয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে খবর পেয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত অবস্থায় ডাকাতকে হেফাজতে নেন।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের বাকি সদস্যদের ধরতে চিরুনি অভিযান চালানো হবে। গভীর রাতেই ওসি হুমায়ুন কবির মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীকে নিরাপত্তার আশ্বাস দেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ডেইলি ঝিনাইদহ সংবাদ সংস্থাকে বলেন, ‘অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’