ময়মনসিংহ প্রেসক্লাবে জেলা বিএনপির সংবাদ সম্মেলন © টিডিসি
দীর্ঘ ২১ বছর পর আগামীকাল মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) ময়মনসিংহে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। তার এ আগমনকে গৌরবান্বিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি।
তারেক রহমানের আগমন উপলক্ষে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে জনসভাস্থল নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে বিএনপি। এ পরিদর্শন দলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম।
এ সময় শরীফুল আলম সাংবাদিকদের বলেন, গত ২১ বছর আগে তারেক রহমান ময়মনসিংহ এসেছিলেন। আগামী ২৭ জানুয়ারি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। এ সময় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা) ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন। ইতোমধ্যে ময়মনসিংহবাসীর জন্য গৌরবান্বিত এ আয়োজনকে সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামী ২৭ জানুয়ারি ময়মনসিংহ আসছেন, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। আমরা চেয়ারম্যানকে বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা চাইছি সার্কিট হাউজে একটি ঐতিহাসিক জনসভা করার, যেটা বিগত সময়ে এই মাঠের সকল রেকর্ড ভঙ্গ হবে।’
এর আগে এদিন দুপুরে নগরীর টাউন হল অডিটরিয়ামে তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা করেছে বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ওয়ারেছ আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিরিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ শিব্বির আহমেদ বুলু ও একেএম মাহবুবুর রহমান মাহবুবসহ চার জেলার ২৪টি আসনের বিএনপির দলীয় প্রার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে তারেক রহমানের জনসভা প্রচারে আনন্দ মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ সজ্জা ও মঞ্চ তৈরির কাজ পরোদমে চলছে। নেতা কমর্মীদের মধ্যে বইছে আনন্দ উল্লাস।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২০ জুলাই সর্বশেষ ময়মনসিংহ এসেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় যান।