ঢাকায় গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন

০২ নভেম্বর ২০২৩, ১২:০৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
আগুনে পুড়েছে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস

আগুনে পুড়েছে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস © সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুর-১২ নম্বরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, রাত ৯টা ১২ মিনেটে মিরপুর–১২ নম্বরে গ্রিন ইউনিভার্সিটির দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এ নিয়ে বিএনপির অবরোধের দ্বিতীয় দিনে ঢাকায় চারটি বাসে আগুন দেয়া হলো। এর মধ্যে সন্ধ্যার পরেই আগুন দেয়া হয়েছে তিনটি বাসে।

এর ঘন্টাখানেক আগে সন্ধ্যা ৭টার দিকে বারিধারায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তার আগে সন্ধ্যা ৬টার দিকে শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

শ্যামলীর ঘটনায় পুলিশ জানিয়েছে, দুষ্কৃতকারীরা যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে নেমে যায়। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে সকালে রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

দুই যুগ পর ময়মনসিংহ আসছেন তারেক রহমান, ব্যাপক জনসমাগমের প্র…
  • ২৬ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
 পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৫০, আবেদন এসএসসি পাসেই
  • ২৬ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় অস্ত্রসহ ডাকাত আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
  • ২৬ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে দেশ ছাড়ার গুঞ্জন, সকালে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে
  • ২৬ জানুয়ারি ২০২৬