টেকসই উন্নয়ন বিষয়ে ইউল্যাবের ৬ষ্ঠ কনফারেন্স অনুষ্ঠিত

০১ নভেম্বর ২০২৩, ১০:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
টেকসই উন্নয়ন বিষয়ে ইউল্যাবের ৬ষ্ঠ কনফারেন্স অনুষ্ঠিত

টেকসই উন্নয়ন বিষয়ে ইউল্যাবের ৬ষ্ঠ কনফারেন্স অনুষ্ঠিত © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি)-২০২৩ শীর্ষক ৬ষ্ঠ বার্ষিক সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে।  

২৮-৩০ অক্টোবর, 'আনপ্যাকিং সাসটেইনেবিলিটি, রেজিলিয়েন্স এবং ইক্যুইটি' থিমযুক্ত তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশিষ্ট বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তন, সবুজ দক্ষতা, ক্ষতি এবং ক্ষতি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, নীল বৃদ্ধি, ইক্যুইটি, মানসিক স্বাস্থ্য, স্থিতিস্থাপকতা এবং টেকসই-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। 

অনলাইন এবং অফলাইন উভয় অংশগ্রহণকারীদের সাথে গল্প বলা, স্কেচিং এবং গোলটেবিল আলোচনার মতো বিভিন্ন ইন্টারেক্টিভ উপায়ে শিক্ষাদান ছিলো এই কনফারেন্সের অংশ। ২৮ অক্টোবর কনফারেন্সের উদ্বোধন করেন ইউল্যাবের পরিচালক অধ্যাপক ড. সামিয়া সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন প্রফেসর কায়সার মো. হামিদুল হক, বোর্ড অফ ট্রাস্টি ড. কাজী আনিস আহমেদ, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন করিন হেনচোজ পিগনানি। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার সেল, বিদ্যুৎ শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালযয়ের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসেন। এছাড়াও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ইউল্যাবের প্রধান ক্যাম্পাসে অ্যাকশন এআইডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিসেস ফারাহ কবিরের সভাপতিত্বে ‘অ্যাডভান্সিং দ্য ডিসকাশন অন ফাইন্যান্সিং লস অ্যান্ড ড্যামেজ’ শীর্ষক একটি প্যানেল অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘এনার্জি, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি: এ শিফট টুওয়ার্ডস রিনিউয়েবল ফ্রম কনভেনশনাল এনার্জি’ শীর্ষক সমান্তরাল সেশনের বিশেষ অতিথি ছিলেন মিসেস ওয়াসেকা আয়েশা খান এমপি। 'দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক' শীর্ষক অধিবেশনের মধ্য দিয়ে প্রথম দিন শেষ হয়।

কনফারেন্সের দ্বিতীয় দিন গুলশানের রেইনট্রি হোটেলে ‘V2V সেশন- ট্রানজিশনস অ্যান্ড পাথওয়েস ইন স্মল-স্কেল ফিশারিজ ভলনারেবিলিটি টু ভিবিলিটি’ সেশনের মাধ্যমে শুরু হয়। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের প্রতিনিধিত্বকারী এশিয়ার V2V গ্লোবাল পার্টনারশিপের গবেষকরা তাদের দেশ-নির্দিষ্ট বিস্তারিত কেস স্টাডি উপস্থাপন করেছেন।

শেষ দিনের সূচনা হয়েছিল ‘এনেকডোটস অফ রেজিলিয়েন্স: ফেসিং ফ্ল্যাডস উইথ নেচার বাই আওয়ার সাইড’ শিরোনামের একটি প্যানেল সেশনের মাধ্যমে যা বন্যার ঝুঁকি, সংশ্লিষ্ট মানবিক দুর্ভোগ এবং সমাজের অন্তহীন প্রচেষ্টার মধ্যে আন্তঃসম্পর্ককে অন্বেষণ করে। 'শিক্ষায় টেকসইতা: ভবিষ্যতের পরিবর্তন-নির্মাতাদের ক্ষমতায়ন' বিষয়ক একটি সমান্তরাল অধিবেশনও অনুষ্ঠিত হয়েছিল যা শিক্ষার মাধ্যমে সমাজে টেকসইতাকে মূলধারায় আনার ক্ষেত্রে শিক্ষার ভূমিকার (সকল স্তরে) মূল বিষয়গুলিকে সম্বোধন করে।

ট্যাগ: ইউল্যাব
ডানপন্থীদের সমালোচনা করা বাম-মধ্যমপন্থীদের অনেকেই নারী হয়রা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইডব্লিউইউ এবং ইউআইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৬ জানুয়ারি ২০২৬
৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শুরুর পর গুগল সার্চে এগিয়ে কোন দল?
  • ২৬ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাকিস্তানের, নিষেধাজ্ঞার …
  • ২৬ জানুয়ারি ২০২৬