ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের নতুন প্রো-ভিসি ড. রওনক জাহান
- টিটিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের নতুন প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রওনক জাহান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী ড. রওনক জাহান, ডীন, লাইফ সাইন্স অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিড, ঢাকা-কে উক্ত ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. রওনক জাহান বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো ভাইস চ্যান্সেলর অধ্যপক ড. আবদুল্লাহ মিয়ার স্থলাভিষিক্ত হবেন।