পূজার ছুটিতে বাসায় গিয়ে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয়ছাত্র রূপকুমার

২১ অক্টোবর ২০২৩, ০১:৪৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
রূপকুমার রায় বাবু

রূপকুমার রায় বাবু © সংগৃহীত

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির রূপকুমার রায় বাবু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের ৬২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শনিবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম শাকিলও নিশ্চিত করেছেন।

রূপকুমার রায় বাবুর গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি ঢাকায় মিরপুর ১২ নম্বরের একটি ভাড়া বাসায় থাকতেন। তার সহপাঠীরা জানিয়েছেন, পূজার ছুটিতে গত বৃহস্পতিবার রূপকুমার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। পরে আজ ভোরে তার বুকে ব্যাথা অনুভব হলে তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আতিকুল ইসলাম শাকিল রূপকুমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, ক্লাস শেষ করার পর এই খবর শুনে হতবাক হয়ে গেলাম। আমার প্রিয় ছাত্র রূপকুমার রায় বাবু আর নেই। তার অকাল মৃত্যু হয়েছে। সে আমার সবচেয়ে মনোযোগী ছাত্রদের একজন ছিলো। তার আত্মার শান্তিকামনা করছি।

আরও পড়ুন: আজ থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব

রূপকুমারের এমন অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষক-সহপাঠী কেউ মেনে নিতে পারছেন না। তার মৃত্যুতে শোক জানিয়ে পিয়াস নামে তার সহপাঠী ফেসবুকে লিখেছেন, মৃত্যু কখন আসবে কেউ জানে না। স্কুল জীবনের একটা বন্ধুকে হারিয়ে ফেললাম। হয়তো তোকে নিয়ে অনেক আশা ছিল। আমরা একজন ব্যারিস্টারকে হারালাম।

রূপকুমারের অকাল মৃত্যুতে ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়টিতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান আব্দুল জলিল। এছাড়া শিক্ষক-সহপাঠীদের পক্ষ থেকেও তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার
  • ২৬ জানুয়ারি ২০২৬
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬