নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ব্যাংকিং সেক্টরে আইনজীবী’ শীর্ষক আলোচনা সভা

১৯ অক্টোবর ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
আইন বিভাগের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়

আইন বিভাগের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ব্যাংকিং সেক্টরে আইনজীবী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইউনিভার্সিটির আইন বিভাগ আলোচনা সভার আয়োজন করে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান ব্যারিস্টার শাফায়াত উল্লাহ। সভায় উদ্বোধনী বক্তব্য দেন এনএসইউর আইন বিভাগের আইন বিভাগের চেয়ারম্যান আরাফাত হোসেন খান। তিনি আইনের বৈচিত্র্যময় প্রকৃতির সঙ্গে বিভিন্ন বিষয়ের সঙ্গে এর সংযোগ তুলে ধরেন।

ব্যারিস্টার শাফায়াত উল্লাহ কর্পোরেট ব্যাংকিংয়ে তার কর্মজীবনের পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি অসামঞ্জস্যপূর্ণ পদ্ধতি এবং অপর্যাপ্ত ডকুমেন্টেশনের জন্য সাধারণ আইনি অসুবিধাগুলি উল্লেখ করেন। দৈনন্দিন কার্যক্রমে পরামর্শ, খসড়া প্রণয়ন ও আইনি সম্মতি নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের পর্যবেক্ষণের প্রতি দক্ষতা বাড়াতেও পরামর্শ দেন তিনি।

প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক ড. রিজওয়ানুল ইসলাম ব্যাংকের আইনজীবীদের কোম্পানি সেক্রেটারিদের সাথে তুলনা করেন। তিনি আদালত কক্ষের জটিলতার উপর জোর দেন। প্রশ্নোত্তরে নন-পারফর্মিং লোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক তাসনিম হাসান সারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইকা ইসলাম ও শামসুর রহমান।

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার
  • ২৬ জানুয়ারি ২০২৬
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬