নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইউল্যাবের বাংলা বিভাগ

১৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ’-এর ‘ফল-২০২৩’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের  বরণ করে নেয় বিভাগটি। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দুই বাংলার রবীন্দ্র গবেষকদের অন্যতম অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের  জ্ঞানগত এবং শিল্পগত বিকাশ ঘটানোর দিকে মনোযোগ দিতে বলেন। তিনি বলেন, মানুষের বিদ্যার বিকাশ এবং চিত্তের বিকাশ দুটোই সমানভাবে দরকার। বর্তমান পুঁজিবাদী বিশ্ব মানুষের চিত্তের বিকাশকে গুরুত্ব না দেওয়ায় নানা সংকট তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা যেনো দুই ধরণের শিক্ষায় নিজেদের নিয়োজিত করে সে দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পশ্চিমবাংলার কবি ও অনুবাদক গৌতম গুহরায় নবীনদের স্বাগত জানান এবং গতি ও প্রগতির দিকে ধাবিত হবার আহবান জানান।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিনুর নাহারে সভাপতেত্বে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক কায়সার হক।

অনুষ্ঠানে কবিতা, গান ও নাচ পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা। সবশেষে বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজার শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

পেট ভরার জন্য নয়, মানুষের মুক্তির জন্য রাজনীতি করি: জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
চেক প্রজাতন্ত্র হতে পারে আপনার পছন্দের গন্তব্য
  • ২৬ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান!
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইউজিসিতে একটি সিন্ডিকেট কাজ করছে, অভিযোগ জকসু ভিপির
  • ২৬ জানুয়ারি ২০২৬
জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৩
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবি ‘বি’ ইউনিটের ফল প্রকাশ কবে, যা বললেন ডিন
  • ২৬ জানুয়ারি ২০২৬