ইউল্যাবে মার্কেটিং কেস প্রতিযোগিতা ‘আইডিয়া হান্টার্স’ ২৬ অক্টোবর

প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন করছেন এক শিক্ষার্থী
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন করছেন এক শিক্ষার্থী  © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কেটিং কেস প্রতিযোগিতা 'আইডিয়া হান্টার্স ৩.০'।  ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করেছে।  প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ইউল্যাবের ক্যাম্পাসে আইডিয়া হান্টার্সের বুথে সরাসরি নিবন্ধন করা যাচ্ছে।

এ প্রতিযোগিতার আহ্বায়ক ও ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের প্রেসিডেন্ট মুনতাসির কাদির জানান, বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডিয়া হান্টার্স ৩.০ এ অংশগ্রহণের সুযোগ পাবে। মার্কেটিং কেস প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাস্তব জীবনের মার্কেটিং কেস সমাধান বিষয়ক গুরুত্বপূর্ণ ধারণা পাবেন অংশগ্রহণকারীরা। 

নিবন্ধন প্রক্রিয়ায় সর্বোচ্চ ৩ জনের একটি দল তৈরি করতে হবে। এ দলটি একটি পরিমান ফি দিয়ে নিবন্ধন করবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুদের একই সাথে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর ডিজিটাল মার্কেটিং ক্লাবের (ইউডিএমসি) উদ্যোগে এবং স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ‘আইডিয়া হান্টার্স এর তৃতীয় আসর। আইডিয়া হান্টার্স ৩.০ একটি আন্তঃ বিশ্ববিদ্যালয় মার্কেটিং কেস প্রতিযোগিতা। তিন ধাপের এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব আগামী ২৬শে অক্টোবর অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence