ড. এম. এ. হান্নান ফিরোজের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা © টিডিসি ফটো
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রয়াত প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম. এ. হান্নান ফিরোজের ৬৮ তম জন্মবার্ষিকী আজ। রবিবার (০১ অক্টোবর) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান জনসংযোগ কর্মকর্তা ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী প্রেরিত এক বার্তায় বিষয়টি জানা যায়।
আরও পড়ুন: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘রুশ চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী’
জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়ার আয়োজন করা হয়। এরপর কেক কাটার মাধ্যমে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন ফাতিনাজ ফিরোজসহ ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রধানগণ, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।