হাবিপ্রবি © ফাইল ছবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেয়েকে নিয়ে তিনি হাবিপ্রবিতে আসেন।
মৃত অভিভাবকের নাম আশরাফ আলী (৬১)। তার পৈতৃক নিবাস পঞ্চগড় সদরে। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মেয়ে অনন্যা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে হাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী।
জানা গেছে, হাবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ ঘামতে শুরু করেন। তারপর তাকে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্টের ফার্স্ট এইড টিম তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল এ নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিনাজপুর মেডিকেল এ নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এর মাধ্যমে তাকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়। তার সাথে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনজন সদস্য যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। এ পরিস্থিতিতে তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।