স্টেট ইউনিভার্সিটিতে রিসার্চ কোশ্চেনেয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রিসার্চ কোশ্চেনেয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের রিসার্চ কোশ্চেনেয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা © টিডিসি ফটো

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে রিসার্চ কোশ্চেনেয়ার ডেভেলপমেন্ট' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মূল ক্যাম্পাসে জনস্বাস্থ্য অধিদপ্তরের এমপিএইচ প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ও সমন্বয়ক নুহাদ রাইসা সেঁওতি সূচনা বক্তব্যের মাধ্যমে কর্মশালার এই কর্মশালা সূচনা করেন।

৩৫ বছরেরও বেশি গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ ড. কপিল আহমেদ রিসোর্স পারসন হিসেবে কর্মশালার নেতৃত্ব দেন। তিনি প্রশ্নাবলীর বিকাশ সম্পর্কে তার বিস্তৃত জ্ঞান শেয়ার করেছেন, প্রক্রিয়ার ধাপগুলি ব্যাখ্যা করেছেন এবং কার্যকর প্রশ্নাবলীর মূল উপাদানগুলি নিয়ে আলোচনা করেছেন।

কর্মশালায় এমপিএইচ ছাত্র, প্রাক্তন ছাত্র এবং বহিরাগত ব্যক্তি সহ ২২ জন অংশগ্রহণকারী একত্রিত হয়েছেন, যারা প্রাথমিক তথ্য সংগ্রহের মাধ্যমে স্বাস্থ্য গবেষণায় আগ্রহী। এই বৈচিত্র্যময় শ্রেণীটি, এসইউবি, এবং বহিরাগত সংস্থাগুলির প্রতিনিধিত্ব করে যেমন এসটিএএমসি গাজীপুর, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং, এবং বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি; যারা ধারণা ও দৃষ্টিভঙ্গির সমৃদ্ধ বিনিময়ে অবদান রেখেছে। 

কর্মশালার উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের গবেষণা প্রশ্নাবলী বিকাশে ব্যবহারিক দক্ষতা সহ প্রস্তুত করা। ড. আহমেদ প্রশ্নাবলী বিকাশের একটি বিস্তৃত বোঝাপড়া নিশ্চিত করে পুরো অধিবেশন জুড়ে বিশেষজ্ঞ নির্দেশিকা এবং পর্যালোচনা প্রদান করেছেন। অংশগ্রহণকারীরা তাদের গবেষণা প্রশ্নাবলী বিকাশ এবং উপস্থাপনের জন্য পাঁচটি গ্রুপে কাজ করেছেন।

দিনব্যাপী চলা এই কর্মশালায় ফটো সেশন উপভোগ করেছেন অংশগ্রহণকারীরা। সেই সাথে রিসোর্স পারসনের সঙ্গে সেলফি তোলার সুযোগও পেয়েছেন তারা। এসইউবি এবং বহিরাগত অংশগ্রহণকারীদের উভয়ের সক্রিয় সম্পৃক্ততা একটি গতিশীল শিক্ষার পরিবেশ এবং মূল্যবান নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করেছে। এই কর্মশালা জনস্বাস্থ্যের ক্ষেত্রে গবেষণার দক্ষতার অগ্রগতি এবং জ্ঞানের বিস্তারকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরিচয় দেয়।

রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬