শেখ মুজিব লিটারেচার অ্যাওয়ার্ড পেলেন আইআইইউসির কামরান 

কামরান চৌধুরী
কামরান চৌধুরী  © ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ অনলাইন সাহিত্য প্রতিযোগীতার আয়োজন করে। এতে গল্প, কবিতা, প্রবন্ধ সহ বিভিন্ন সেগমেন্টে ছিলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতি সেগুমেন্টে সারাদেশ থেকে চূড়ান্তভাবে মনোনীত হন সেরা ১৫ জন। সেই সেরা ১৫ জনের তালিকায় কবিতা ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ কবি কামরান চৌধুরী। গত ২০ আগস্ট কামরান চৌধুরীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়। 

তরুণ কবি ও গল্পকার কামরান চৌধুরী এর জন্ম ১৯৯৬ সালের ৫ই ডিসেম্বর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারী সিটি কলেজ হতে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনলোজি চট্টগ্রাম থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন। 

স্কুল জীবন থেকে তিনি কবিতা, গল্প এবং উপন্যাস, কমিকবুক পড়তে বেশ ভালোবাসতেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি সক্রিয় হন লেখালিখির একাধিক প্লাটফর্মের সাথে। সেই থেকে তার লেখালিখির যাত্রা শুরু। প্রথমে তিনি কবিতা লিখলেও পরবর্তীতে ছোট গল্প, গল্প লেখা শুরু করেন। তার প্রথম ছোট গল্প রাহীনের ঈদের জুতো। 

২০২১ সালে সম্পাদনা করেন তার প্রথম বই কাব্যের নিশাচর। যেখানে বাংলা একাডেমি, একুশে পদক ও  বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণের কবিতা স্থান পেয়েছে। ২০২২ সালে তার প্রথম গল্পগ্রন্থ নিথর ইস্টিশন প্রকাশিত হয়। ২০২৩ সালের বইমেলায় কামরান চৌধুরীর প্রথম একক কাব্যগ্রন্থ ও তৃতীয় বই অখ্যায়িকা প্রকাশিত হয়। 

এছাড়াও  নিশিরাতের কাব্য, অনুভূতির আয়না, কাব্যোদয়-স্লোক সংকলন(১) বইগুলোতে কামরান চৌধুরীর  বেশ কিছু কবিতা প্রকাশিত হয়। যা সেসময় বেশ পাঠকপ্রিয়তা লাভ করে। কামরান চৌধুরী মূলত সমাজের প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, বিরহ, সামাজিক বিষয় তার লেখনীতে ফুটিয়ে তোলেন। বর্তমানে তিনি অনলাইন জ্ঞান আদান-প্রদানের প্লাটফর্মখ্যাত রাইটার্স ক্লাব বিডিতে কন্টেন্ট রাইটিং টিম হেড হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইত্যিমধে বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি : 'প্রহেলিকা প্রকাশন লেখক সম্মাননা-২০২১’ ‘ ইয়াং পয়েট অব দ্যা ইয়ার মেডেল-২০২৩’, ‘জাতীয় সেরা গল্প পুরস্কার-২০২৩’, ‘রবীন্দ্র লিটারেচার এওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন। 

কামরান চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পুরস্কার প্রাপ্তিটা আমাকে বরবারই বিস্মিত করে তোলে। এই সম্মানটি আমার জীবনের সেরা অর্জনের মধ্যে অন্যতম। আয়োজকদের ধন্যবাদ। লেখালেখি আমার ভালো লাগার জায়গা। সেটা চালিয়ে যেতে চাই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence