‘আমার দেখা নয়াচীন’ নিয়ে পাঠচক্রের আয়োজন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৮:২৭ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ০৮:২৭ PM
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এডাস্ট) এর বসুন্ধরা শুভসংঘ কমিটি কর্তৃক একটি পাঠচক্রের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ বইয়ের উপর এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।
এই পাঠচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, অতিথি হিসেবে অনুষ্ঠানে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশীষ কুমার ভট্টাচার্য্যসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটরবৃন্দ।
বসুন্ধরা শুভসংঘ এডাস্ট এর প্রধান উপদেষ্টা ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ফাহমিদা কাসেম এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষার্থীরা।