পদ্মা ব্যাংক ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠনে কানাডিয়ান ইউনিভার্সি ও পদ্মা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠনে কানাডিয়ান ইউনিভার্সি ও পদ্মা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ  © টিডিসি ফটো

পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে একটি শিক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার (২৬ জুলাই) রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পিতিবার (২৭ জুলাই) পদ্মা ব্যাংক থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সমঝোতা চুক্তি স্বাক্ষর উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মূল ক্যাম্পাসে অনুষ্ঠনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের ইভিপি এবং সিএইচআরও শরিফ মঈনুল হোসেন এবং কানাডিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এইচ এম জহিরুল হক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি জানানো হয়, এ চুক্তির আওতায় পদ্মা ব্যাংকের কর্মকর্তারা কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের ‘অ্যাম্বাসেডর অব গুডউইল’- হিসেবে স্বীকৃতি পাবেন। এদিকে ব্যাংকটির কর্মকর্তাদের মাধ্যমে কোন শিক্ষার্থী এই বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তিতে ৫ শতাংশ ছাড় পাবেন।

এছাড়াও পদ্মা ব্যাংকের কর্মকর্তারা কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষায় অন্যান্য সুবিধাসহ স্কলারশিপ সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং পদ্মা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ