নিহত আলী ও এনায়েত © টিডিসি ছবি
চট্টগ্রামের সীতাকুন্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই সমুদ্র সৈকতের উপকূল থেকে সাঁতার কেটে সাগরের দিকে যাওয়ার চেষ্টা করলে তারা নিখোঁজ হন। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক খুঁজাখুজি করে তাদের দুজনের লাশ উদ্ধার করেন।
মৃত দুই শিক্ষার্থী হলেন আইআইইউসির দাওয়া বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ আলী আহসান মারুফ ও কোরানিক সায়েন্স বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. এনায়েত উল্লাহ।
জানা যায়, সোমবার সন্ধ্যায় আইআইইউসির তিন শিক্ষার্থী মিলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এসময় আলী ও এনায়েত গোসল করতে নামেন। তাদের সঙ্গে থাকা হাদিস বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী একরাম হোসেন গোসল করতে নামেননি। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে দুই শিক্ষার্থীকে গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে একরাম বলেন, সমুদ্র সৈকতে বেড়াতে এসে দুইজন গোসলে নামেন। এসময় সাঁতার কাটতে গিয়ে তারা দূরে চলে যায়। এরপর তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে সৈকত উপস্থিত লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দেওয়া হলে তারা গিয়ে খুঁজাখুজি করে দুজনের লাশ উদ্ধার করেন।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, আইআইইউসির তিন শিক্ষার্থী মিলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। সন্ধ্যা ৭টার দিকে তারা সাঁতার কেটে উপকূল থেকে দূরে চলে যান। এরপর তাদের খুঁজে পাওয়া যায়নি। খুব সম্ভবত স্রোতের টানে তাদেরকে গভীর সমুদ্রের দিকে নিয়ে গেছে।