মদিনায় বসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছি: প্রেরণা

রুশমিলা মুনজেরিন প্রেরণা
রুশমিলা মুনজেরিন প্রেরণা  © টিডিসি ফটো

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হয়েছেন এইচএসসি পরীক্ষা চলাকালে ভ্লগ ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া রুশমিলা মুনজেরিন প্রেরণা। বিশ্ববিদ্যালয় জীবনে তার এক সপ্তাহ আগেই পূর্ণ হয়ে গেছে। তিনি জানিয়েছেন, হজ করতে মদিনায় গিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরিকল্পনা করেছেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও তার উচ্চশিক্ষা নিয়ে সম্প্রতি তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসের মুখোমুখি হয়েছেন। তার শিক্ষা জীবনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন। এর আগে গত ০৫ জুন তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

ব্র্যাকে ভর্তি নিয়ে তিনি বলেন, ব্র্যাক আমার জন্য পুরোটাই নতুন পরিবেশ। কিছুদিন আগে আমার বাবা-মায়ের সঙ্গে হজে গিয়েছিলেন। হজে যাওয়ার পর মদিনায় বসেই সিদ্ধান্ত হয়েছে; আমি দেশের বাইর না গিয়ে ব্র্যাকে বিশ্ববিদ্যালয়েই ভর্তি হব।

তিনি বলেন, আমাদের দেশে একটি ভুল ধারণা প্রচলিত আছে। সেটা হলো শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীরাই পাবলিকে পড়বে আর বাকি শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়বে। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। ধরা যাক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকে চান্স পেয়েছি। এরপরেও অবশ্যই আমি ব্র্যাককেই বেছে নিতাম।

আরও পড়ুন: পরীক্ষার সময় ভ্লগ ভিডিও বানিয়ে ভাইরাল প্রেরণা পেলেন জিপিএ-৫

May be an image of 1 person and text

গত ২৩ মার্চ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অংশ নেন প্রেরণা।  ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, আমি আসলে পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারি না যে, চান্স পাব কিনা। তবে শুধুমাত্র ব্র্যাকের পরীক্ষা দিয়েই আমার মনে হয়েছিল; আমার সম্ভাবনা আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন নিয়ে প্রেরণা বলেন, ছোট বাচ্চাদের যখন স্কুলে ভর্তি করে দেওয়া হয়; তখন তারা যাওয়ার সময় অনেক হাসিখুশি ভাবে যায়। আর ফেরার সময় অনেক কান্না করতে থাকে। আমার অবস্থাটাও ঠিক তেমনি হয়েছিল। আমি বাবা-মায়ের সাথে প্রথমে ব্র্যাকে যাই। প্রথম দিন সেখানে আমি অনেক হাসিখুশি ভাবে গিয়েছিলাম। আর আসার পথে অনেক কান্না করেছিলাম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence