ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সঙ্গে নর্থ সাউথের সমঝোতা চুক্তি স্বাক্ষর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ১৪ জুন ২০২৩, ০৭:৩১ PM
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। অ্যাকাডেমিক ও গবেষণা বিনিময়সহ সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে এই দুই বিশ্ববিদ্যালয়।
গত শুক্রবার (৯ জুন) অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর করেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক বার্নি গ্লোভার এও এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম।
এই চুক্তির অধীনে শিক্ষক-শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণায় সংক্রান্ত বিভিন্ন সুযোগ পাবে। সমঝোতা চুক্তির বিষয়টি আজ বুধবার (১৪ জুন) দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম।
আরো পড়ুনঃ কারিগরি শিক্ষাকে আরও কর্মমুখী করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের ডিন প্রফেসর আমির মাহমুদ, সিনিয়র এগ্রিমেন্ট ও অপারেশন কো-অর্ডিনেটর জি জু এবং ইন্টারন্যাশনাল ডেলিগেশনস কো-অর্ডিনেটর ক্যাথরিন রিড।
এই চুক্তির অধীনে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এনএসইউর শিক্ষার্থীরা স্নাতকের ক্রেডিট ট্র্যান্সফার করে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে। বিদেশের এই বিশ্ববিদ্যালয়ে সহজে মাস্টার্স করার সুযোগও পাবে এনএসইউর শিক্ষার্থীরা। এছাড়া গবেষণা খাতে যৌথ ফান্ডিং করবে এই দুই বিশ্ববিদ্যালয়।
সমঝোতা চুক্তির ৬ বিষয় হলো, যৌথ গবেষণা প্রকল্প উন্নয়ন এবং তহবিল গ্রহণ; একাডেমিক তথ্য, উপকরণ এবং সুবিধা বিনিময়; শিক্ষক-শিক্ষার্থী বিনিময়; যৌথ সিম্পোজিয়াম, সেমিনার, সম্মেলন, কর্মশালা ইত্যাদি আয়োজন ও অংশগ্রহণ; যৌথ অনুষ্ঠানসমূহের জন্য আর্টিক্যুলেশন তৈরি করা এবং দুই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোর্সে অংশ নেয়ার অনুমতি দেওয়া।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম জানান, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সঙ্গে ২০১৯ সালে প্রথম ৪ বছর মেয়াদী চুক্তি করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ওই চুক্তির মেয়াদ শেষ হলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার ৫ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।