আইআইইউসিতে জব ফেয়ার

১৪ নভেম্বর ২০২২, ১০:৩০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
আইআইইউসিতে জব ফেয়ার

আইআইইউসিতে জব ফেয়ার © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) লিডস কর্পোরেশনের টেক সামিট, ক্যারিয়ার ফেয়ার ২০২২ এবং এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষর সম্পন্ন হয়েছে। পাশাপাশি, 'ব্লকচেইন' ও বিষয়ভিত্তিক ক্যারিয়ার সেমিনার এবং সফটওয়্যার কোম্পানি ‘লিডস কর্পোরেশন’ এর জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) এসব আয়োজন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশান ও প্লেসমেন্ট সেন্টারের পরিচালক  ড.শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র ট্রেজারার এবং ভিসি ইনচার্জ প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইআইইউসি’র বিওটি ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ, আইআইইউসি’র রেজিস্ট্রার এ.এফ.এম. আকতারুজ্জামান কায়সার, লিডস কর্পোরেশনের এমডি এবং সিইও শেখ আব্দুল ওয়াহেদ, ফ্যাকাল্টি অফ সায়েন্সের ডিন ড.শামীমুল হক এবং ডিপার্টমেন্ট অফ সিএসই এর চেয়ারম্যান ড. আব্দুল কাদের মাসুম প্রমুখ।

আরও পড়ুন: বাংলাদেশের প্রত্যাশা-প্রাপ্তির মেলবন্ধন কতদূর?

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডস কর্পোরেশনের জেনারেল ম্যানেজার এস এম সাইফুর রাহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার সামসুল হক, এজিএম খান সাদাত আনোয়ার, সিনিয়র ম্যানেজার চৌধুরী মহিবুল হাসান, ডেপুটি ম্যানেজার জাহিদ হোসাইন, এক্সিকিউটিভ মোঃ এস এম আজমাইন সহ শিক্ষক, কর্মকর্তা এবং প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী।

কোলাবোরেশান এবং প্লেসমেন্ট সেন্টার কর্তৃক আয়োজিত এবং আইআইইউসি ডাটা সাইন্স রিসার্চ গ্রুপ এর টেকনিক্যাল সাপোর্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে লিডস কর্পোরেশন ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পাদনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। যার ফলে আইআইইউসির শতশত শিক্ষার্থীর ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে কর্মসংস্থানের  সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে।

বিএমইউ প্রোভিসির সাথে জাপানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাধামর ছড়ার স্থায়ী বাঁধের অপেক্ষায় খাগড়াছড়ির ১৮০ পরিবার
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি
  • ২৮ জানুয়ারি ২০২৬
চালক সংকটে বন্ধ জাবিপ্রবির বাস, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ জানুয়ারি ২০২৬
৪ বিভাগে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের ‘ইন্ডিপেনড…
  • ২৮ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাস ও নাসিরুদ্দিনের সঙ্গে ডিবেট করতে চান মেঘনা আলম
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage