বিদায় সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো
সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ফিজিওথেরাপি কলেজ (গসভিপিটিক) এ ৩৫ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৩১-৩২ তম ব্যাচের ইন্টার্ণশীপ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ফিজিওথেরাপি কলেজের ৩য় তলার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ফিজিওথেরাপি কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. নাসিমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হাসান।
আরও পড়ুন: ইবি ছাত্রীকে ছাত্রলীগের হেনস্থা, প্রতিবাদে বিক্ষোভ
এ সময় উপাচার্য ড. আবুল হাসান বলেন, ঔষধ বিহীন চিকিৎসার ক্ষেত্রে শারীরিক জটিলতায় ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। ১৯৯৮ সাল থেকে গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই ফিজিওথেরাপি বিভাগ বিশ্ববিদ্যালয়ের খুবই জৌলুশ অধ্যায় পার করেছে। ফিজিওথেরাপি বিভাগের অনুমোদন জটিলতার সকল সমস্যা সমাধানের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান ডা. ফিরোজ কবির, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সভাপতি ডা. সঞ্জিৎ কুমার চক্রবর্তী, পিপল'স ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক বিভাগীয় প্রধান ডা. আলতাফ হোসেন সরকার পি.টি, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাফ বিজয়ী অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের প্রধান ফিজিও ডা. লাইজু ইয়াসমিন লিপা, অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলের প্রধান ফিজিও ডা. মুজাদ্দেদ আলফা সানী, ফিজিওথেরাপি বিভাগের এলামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. আমিনুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথিদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।