ইউআইটিএসে সিএসই বিভাগের নবীন বরণ

২০ অক্টোবর ২০২২, ০৮:৪৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
ইউআইটিএসে সিএসই বিভাগের শরৎকালীন সেমিস্টারে নবীন বরণ

ইউআইটিএসে সিএসই বিভাগের শরৎকালীন সেমিস্টারে নবীন বরণ © টিডিসি ফটো

ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক সাইফুল ইসলাম খান বলেছেন, দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি পরশ পাথরের ছোঁয়ায় নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

ঢাকার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে শরৎকালীন সেমিস্টার ২০২২-এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের রিসিপশন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে সিএসই বিভাগের উদ্যোগে ও ইউআইটিএস কম্পিউটার ক্লাবের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ইবি ছাত্রীকে ছাত্রলীগের হেনস্থা, প্রতিবাদে বিক্ষোভ 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, তোমরা উচ্চশিক্ষা অর্জনের জন্য ভালো একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছো। যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বর্তমান সময়ের একজন পরশ পাথরতুল্য আলোকিত মানুষ। তোমাদের দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি পরশ পাথরের ছোঁয়ায় নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রেশার রিসিপশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক। এছাড়াও বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ ভাগে বিভাগীয় শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা নবীনদের প্রাণবন্ত করে তোলে।

বিদেশি ব্যাট এনে দেশপ্রেমিক না সাজার আহ্বান, কাকে খোঁচা দিল…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের বদলে বিশ্বকাপে খেলতে আগ্রহী এক অপ্রত্যাশিত দল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage