প্রাথমিকের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে পাইলট প্রকল্পের সুপারিশ

জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে অবসরে যাওয়া অথবা অবসরের জন্য অপেক্ষমান শিক্ষকদের পাইলট প্রকল্পের আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বুধবার (২ মার্চ) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মেহের আফরোজ, শিরীন আখতার এবং ফেরদৌসী ইসলাম অংশ নেন। কমিটি ১৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরাসহ সিদ্ধান্ত ও সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সকল প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির রেকর্ডসমূহ যাচাইপূর্বক সুষ্ঠু রক্ষণাবেক্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।

আরও পড়ুন: বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ২৫ জুলাই

কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশের সকল জেলায় চাকরি শেষে অবসরে যাওয়া অথবা অবসরের জন্য অপেক্ষমান প্রথিতযশা শিক্ষকদের তালিকা তৈরির পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে।

আরও পড়ুন: জবির শূন্য আসনের সাক্ষাৎকার কাল

এ বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ধীন পরিকল্পনা শাখার উন্নয়ন পরিকল্পনা, মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটে পদ সৃষ্টি, সংরক্ষণ ও স্থায়ীকরণ এবং মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলার) প্রতিবেদন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসব কার্যক্রম মানসম্মত উপায়ে এবং নির্দিষ্ট সময়ে শেষ করার সুপারিশ করা হয়।

আরও পড়ুন: বাবা-মায়ের উপস্থিতিতে ঢাবির হলে জাহিদ-আতিয়ার গায়ে হলুদ

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ