প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন  © সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নির্মিত ১০ তলা ভবন উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার মিরপুরে ভবনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। আজকে যেখানে পিটিআই ভবন নির্মাণ হয়েছে দীর্ঘদিন ধরে দেড় একরের এই জায়গাটি দলীয় প্রভাবে দখল করে রাখা হয়েছিল। কিন্তু এখন থেকে আর সে সুযোগ থাকবে না। আওয়ামী লীগের নামে কাউকে আর এখানে দখলের সুযোগ দেয়া হবে না। এ বিষয়ে  স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি। 


সর্বশেষ সংবাদ