রাজধানীতে আরও ২৭ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো এবং শ্রেণিকক্ষে শিক্ষক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো এবং শ্রেণিকক্ষে শিক্ষক  © ফাইল ফটো

রাজধানীতে আরও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন স্থাপন করতে যাচ্ছে সরকার। ঢাকা মহানগর ও পূর্বাচল এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলোতে নতুন ভবন স্থাপন করা হচ্ছে।

আগামীকাল সোমবার (৯ অক্টোবর) বিকেলে একযোগে স্কুল ভবনগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার (৮ অক্টোবর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন। সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

নতুন ভবন নির্মাণ হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো— শেখ কামাল সঃ প্রাঃ বিঃ । মুন্ডা সঃ প্রাঃ বিঃ। খলিলুর রহমান সঃ প্রাঃ বিঃ । কোব্বাদ সরদার সঃ প্রাঃ বিঃ । মিরপুর আর সি সঃ প্রাঃ বিঃ । বরাবো মোহনপুর সঃ প্রাঃ বিঃ। নন্দিপাড়া সঃ প্রাঃ বিঃ ।বাওথার ওহাব বেপারী সঃ প্রাঃ বিঃ । ডিয়াবাড়ি সঃ প্রাঃ বিঃ । বঙ্গবন্ধু সঃ প্রাঃ বিঃ ।পাড়াডগার মান্নান সঃ প্রাঃ বিঃ । বসিলা নতুন সঃ প্রাঃ বিঃ । ওয়াক আপ সঃ প্রাঃ বিঃ । হলান সঃ প্রাঃ বিঃ । মৈনার টেক সঃ প্রাঃ বিঃ।  শাহাজাদপুর মডেল সঃ প্রাঃ বিঃ । কল্যাণপুর মডেল সঃ প্রাঃ বিঃ । গোবিন্দপুর সঃ প্রাঃ বিঃ । সামাজিক শিক্ষা কেন্দ্র সঃ প্রাঃ বিঃ । প্রগতি সঃ প্রাঃ বিঃ। ডুমনি সঃ প্রাঃ বিঃ । তলনা সঃ প্রাঃ বিঃ ।শহীদ আনোয়ার সঃ প্রাঃ বিঃ। বিজি প্রেস সঃ প্রাঃ বিঃ । খিলগাঁও মডেল সঃ প্রাঃ বিঃ ৷ নুরেরচালা সঃ প্রাঃ বিঃ । ভোলা সঃ প্রাঃ বিঃ ।


সর্বশেষ সংবাদ