প্রাথমিকের ছুটি নিয়ে যা জানা গেল

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি নিয়ে কোনো আলোচনা নেই। যারা এ ধরনের খবর ছড়িয়ে তারা মিথ্যা তথ্য দিয়েছেন। প্রাথমিকের ক্যালেন্ডার অনুযায়ী ১৫ রমজান পর্যন্ত ক্লাস চলবে। 

বুধবার (২২ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসক) মনীষ চাকমা।

এর আগে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে আজ বুধবার প্রাথমিকের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে এ ধরনের খবরকে ‘গুজব’ বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

এ প্রসঙ্গে মনীষ চাকমা বলেন, রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ানোর বিষয়ে আজ আমাদের কোনো আলোচনা হওয়ার কথা ছিল না। ছুটির বিষয়টি আগে থেকেই নির্ধারিত। ১৫ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। আগামী ৭ এপ্রিল থেকে প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি শুরু হবে।
 
এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রািতষ্ঠানে রোজার ছুটি শুরু হবে। এই ছুটি চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।  কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ)।


সর্বশেষ সংবাদ