বৃত্তির সংশোধিত ফল কাল সন্ধ্যায়, ঘটনা তদন্তে কমিটি

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © ফাইল ছবি

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে। এদিন সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। ফলাফলে সমস্যা হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষার ফলে কোডিং সংক্রান্ত সমস্যা হয়েছিল। সেটি সমাধানে কাজ চলছে। এটি খুব ছোট সমস্যা। তবে এ ধরনের ঘটনা কাম্য নয়। 

এদিকে বৃত্তি পরীক্ষার ফলাফলে কোডিংয়ের সমস্যাটি খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুর ১টায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের চার ঘণ্টা পর সেটি স্থগিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ