প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি নির্দেশিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:১০ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৮ PM
প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মচারীর জন্য সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা-২০২২ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।
নির্দেশিকায় উল্লেখ করা হয় বদলির সময় কাল হবে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। এতে আরও বলা হয় সহকারী শিক্ষক পদে চাকুরীর মেয়াদ ২ বছর পূর্ণ হলে তিনি বদলির জন্য বিবেচিত হবেন এবং প্রধান শিক্ষক উক্ত পদে চাকুরীর মেয়াদ ২ বছর পূর্ণ করলে বদলির জন্য বিবেচিত হবেন। বদলিকৃত শিক্ষকের জ্যেষ্ঠতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা দ্বারা নির্ধারিত হবে।
সম্পূর্ণ নির্দেশিকাটি দেখতে এখানে ক্লিক করুণ।