শহীদ মিনার ও বঙ্গবন্ধু বুক কর্ণার স্থাপন করা হবে সব বিদ্যালয়ে: প্রতিমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৮ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৮ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেছেন, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার এবং বঙ্গবন্ধু বুক কর্ণার স্থাপন করা হবে।
শনিবার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদরে মুদাফৎ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনকালে একথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বাংলা রিডিং পড়তে বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে ৩য় থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীর বাংলা পঠন দক্ষতা শতভাগে উন্নীত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।