প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা জেলা শহরে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ জানুয়ারি দেশের ৬১টি জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে। তবে পরীক্ষা কয়টা থেকে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
সোমবার (১৫ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২৬ সালের ২ জানুয়ারি প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে সারাদেশের ৬১টি জেলায় একযোগে পরীক্ষা আয়োজন করা হবে।
সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে বলে জানান এ কর্মকর্তা। ডিপিই সূত্র জানায়, প্রথম ধাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো ঢাকা ও চট্টগ্রাম। সংশ্লিষ্ট বিভাগ ও জেলার বিস্তারিত তালিকা এবং পরীক্ষার সময়সূচি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুন: ১৪ দিনে ৬ বিশ্ববিদ্যালয়ের ১২ ইউনিটের ভর্তি পরীক্ষা, দুর্ভোগে শিক্ষার্থীরা
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সে সম্ভাবনা নাকচ করে দিল।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর প্রথম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট নিরসনে এ উদ্যোগ গ্রহণ করা হয়।