এমপিওভুক্ত হচ্ছেন আরও ৬ হাজার ৯২০ শিক্ষক

১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ PM
শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন শিক্ষক

শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ছবি

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ছয় হাজার ৯২০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ছয় হাজার ৩৪৬ এবং কলেজের ৫৭৪ জন শিক্ষক রয়েছেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের নভেম্বর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। 

পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।

সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, স্কুলের ছয় হাজার ৩৪৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫৯, চট্টগ্রামের এক হাজার ৪০৪, কুমিল্লার এক ৪২৩, ঢাকার এক হাজার ৪৪৯, খুলনার ৩৪২, ময়মনসিংহের ৫৫৯, রাজশাহীর এক হাজার ১৬২, রংপুরের ৫৩৫ এবং সিলেটের ১৩জন তালিকায় রয়েছেন।

কলেজের ৫৭৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭০, চট্টগ্রামের ৯৪, কুমিল্লার ৭৪, ঢাকার ৭৭, খুলনার ৭৭, ময়মনসিংহের ৬০, রাজশাহীর ৪৮, রংপুরের ৭৪ জন রয়েছেন। তবে সিলেট অঞ্চলের কোনো শিক্ষক-কর্মচারী এই তালিকায় নেই।

একজনের স্থলে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভুলের জন্য ক্ষমা …
  • ০৮ জানুয়ারি ২০২৬
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিকাশ নগদ ও ব্যাংক—কোন মাধ্যমে কত লাখ পেলেন ব্যারিস্টার ফুয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
  • ০৮ জানুয়ারি ২০২৬
জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬