প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ওএসডি 

মো: আব্দুস সামাদ
মো: আব্দুস সামাদ  © ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুস সামাদকে ওএসডি করা হয়েছে। একইসঙ্গে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।  

গত ২৭ আগস্ট থেকে ডিজি মো. আবদুস সামাদের অপসারণের দাবিতে আন্দোলন করছিলেন অধিদপ্তরের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী। 

আন্দোলনকারীদের দাবি, গত জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদানের পর থেকেই মো. আবদুস সামাদের কর্তৃত্ববাদী আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ডে অধিদপ্তরের সম্মানহানি হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও দেশের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে (পিটিআই) প্রশিক্ষণার্থী শিক্ষকদের বিটিপিটি প্রশিক্ষণের ক্লাস চালানোর নির্দেশনা দিয়ে সমালোচিত হয়েছিলেন ডিজি মো. আবদুস সামাদ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence