ত্রাণ চুরি ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনের আহ্বান বিএনপির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১০:১৪ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২০, ১০:২৫ PM
করোনা সঙ্কটে ত্রাণ চুরি ঠেকাতে জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের উদ্যোগে রাজধানীতে ৮টি বেসরকারি মেডিকেল ও ২টি ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান অনুষ্ঠানে এ আহবান জানান। এম এইচ শমরিতা মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমাদের সেনাবাহিনী রাস্তা নির্মাণ করছে, বড় বড় ব্রিজ নির্মাণ করছে, তাদের দিয়ে যদি ত্রাণ ও অনুদানের অর্থ বিতরণ করা যায় তবে সরকার বদনাম থেকে রেহাই পাবে এতে প্রকৃত জনগণের হাতে সহায়তা পৌঁছাবে, আর এটাই আমারা প্রত্যাশা করি।
তিনি বলেন, আমাদের দেশে পত্রিকা ও টেলিভিশন খুললেই আমরা দেখি আওয়ামী লীগ নেতারা গম ও চাল চুরি করছে, তখন আমাদের কষ্ট লাগে। সারা পৃথিবীর সকল ধর্মের মানুষ যখন তার সৃষ্টিকর্তা কে ডাকছে আর তখন আমরা দেশে একই দেখতে পাচ্ছি, চাল গম ও টাকা চুরি।’
অনুষ্ঠানে ৮টি বেসরকারি মেডিকেল ও ২টি ডেন্টাল কলেজে পিপিই দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব।
যেসব মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই প্রদান করা হয়েছে সেগুলো হলো- উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ, এম এইচ শমরিতা ডেন্টাল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, আদ-দ্বীন মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ।
পিপিই বিতরণে সমন্বয়কের দায়িত্বে ছিলেন জেডআরএফের মনিটর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, সাংগঠনিক সম্পাদক ডা. খালেকুজ্জামান দীপু ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ।
এদিকে দেশব্যাপী ওয়ার্ড পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি গঠন করতে আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলোকে নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ত্রাণ কমিটি ত্রাণ বিতরণের জন্য স্বেচ্ছাসেবক সরবরাহ করবে। আর কমিটি যে তালিকা দেবে, প্রশাসন তা যাচাই করবে।’ দল-মত নির্বিশেষে যেন ত্রাণ প্রাপ্যদের কেউ বাদ না যায়, সেটা নিশ্চিত করতে হবে।