গণতন্ত্র ও এলাকার উন্নয়নের জন্য ভোট কেন্দ্রে যাবার আহ্বান হাবিবের

২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ PM
রাজধানীর খিলগাঁও ‍নির্বাচনী প্রচারণায় হাবিবুর রশিদ হাবিব

রাজধানীর খিলগাঁও ‍নির্বাচনী প্রচারণায় হাবিবুর রশিদ হাবিব © সংগৃহীত

জনগণকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রগতি এবং এলাকার উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার মাধ্যমে ভোটাররা দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও রেলগেট তিন কলোনি ও এলাকাবাসীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

হাবিব বলেন, দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ীর বিনিময়ে দেশের মানুষ পুনরায় গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছেন। বহু সহযোদ্ধা জেল, নির্যাতন ও আত্মত্যাগের মধ্য দিয়ে এই অধিকার অর্জিত হয়েছে। তাই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে নির্বাচিত জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহি রাখতে বাধ্য করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি নেতা হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে এলাকার উন্নয়নে কাজ করবেন। এলাকার সন্তান হিসেবে জনগণের পাশে দাঁড়িয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। হাবিব নিশ্চিত করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করবেন না এবং এলাকার মঙ্গল ও উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণকে গুরুত্ব দেবেন।

ভোটারদের বিশেষভাবে অনুরোধ করে হাবিব বলেন, নিজেদের ভোট প্রয়োগ করুন, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভোট কেন্দ্রে যান, এবং দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকারের যথাযথ ব্যবহার নিশ্চিত করুন। তিনি বলেন, এলাকার মানুষকে তিনি ভাই ও সন্তানের মতোই দেখেন এবং তাদের ভরসা ও আস্থা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

হাবিব আরও বলেন, তিনি একটি গণতান্ত্রিক, নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান। এমন একটি বাংলাদেশ যেখানে সকল নাগরিক অধিকারসহ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে। এই লক্ষ্য অর্জনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা
  • ২২ জানুয়ারি ২০২৬
হৃদ্যতাপূর্ণ বার্তা প্রেরণে চিঠির যুগ; আধুনিকতায় হারিয়ে যাচ…
  • ২২ জানুয়ারি ২০২৬
‘সরকার ঋণ বাড়িয়ে শুধু পাবলিক সেক্টরের কর্মীদের সুবিধা দিচ…
  • ২২ জানুয়ারি ২০২৬
রাবি প্রেসক্লাবের পিঠা উৎসবে সাংবাদিকদের মিলনমেলা
  • ২২ জানুয়ারি ২০২৬
জমি বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ২২ জানুয়ারি ২০২৬
ওয়াজে যাওয়ার পথে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
  • ২২ জানুয়ারি ২০২৬