গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারা দেশে প্রচারণায় নামছে এনসিপি

১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ PM
এনসিপির লোগো

এনসিপির লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে দেশব্যপী প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তারুণ্য নির্ভর এই রাজনৈতিক দলটি। দলীয় সূত্র বলছে,  এই কর্মসূচির নেতৃত্ব দেবেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চলতি মাসের মাঝামাঝি সময়ের পর শুরু হবে আনুষ্ঠানিক এই প্রচারণা 

দলীয় সূত্র আরও বলছে, গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী সংগঠিত প্রচারণা শুরু করতে চায় এনসিপি। ১১  দলীয় জোট থেকে প্রাথমিকভাবে ৩০টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন এনসিপির প্রার্থীরা, এমনটা আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ওইসব আসন ছাড়াও বাকি আসনগুলোতেও প্রচরণার প্রস্ততি নিচ্ছে দলটি। যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে সেখানে ওই প্রার্থীর নেতৃত্বে এবং যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে না সেখানে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালাবে দলটি। গণভোটে দলের অবস্থান ও বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ে জনমত গড়ে তোলাই হবে তাদের মূল দায়িত্ব।
 
আজ শনিবার (১০ জানুয়ারি) দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে। নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে আমরা মাঠে কাজ করে যাব। নির্বাচনী প্রস্তুতিতে আমি বলব বিএনপির জোট থেকে জামায়াত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে। ২১ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার করবে এনসিপি।’

এরআগে গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করে দলটি। এই কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। পুনর্গঠিত ৩১ সদস্যের এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে। 

কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।

সার্বিক বিষয়ে এনসিপির মিডিয়া কমিটির মূখপাত্র মাহবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের সারাদেশেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গণভোটে ‘হা’ ভোটের পক্ষেও দ্রুত আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। যেসব আসনে প্রার্থী থাকবে। তারা ‘হা’ ভোটের পক্ষৌ প্রচারণা। চালাবেন। যেসব আসনে প্রার্থী নেই সেসব আসনে আমাদের নেতাকর্মীরা জোটের প্রার্থীর সঙ্গে প্রচারণায় অংশ নিবেন।

ট্যাগ: এনসিপি
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9