চব্বিশের ডিসেম্বরে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন হাদি

০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ PM
ওসমান হাদি

ওসমান হাদি © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

২০২৪ সালের ডিসেম্বরে নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেছিলেন শহীদ শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)। আজ সোমবার (৫ জানুয়ারি) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। 

তিনি বলেন, শহীদ ওসমান হাদি গত বছরের ডিসেম্বরে শাহবাগ থানায় একটি জিডি করেছিল। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছিলেন- ‌‘আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। জিডি করার সময় আমি এবং জুমা তার সঙ্গে ছিলাম।’

তিনি বলেন, ‘২/৩ দিন আগে শাহবাগ থানায় আমাদের টিম জিডি সংক্রান্ত খোঁজখবর নিতে যায়। শাহবাগ থানা থেকে স্পষ্ট করে বলা হয় - ওসমান হাদি কিংবা ওসমান গনি নামে কোন জিডি তাদের কাছে নাই। আমাদের শুধু মনে ছিলো যে ডিসেম্বরে জিডি করা হয়েছে, তারিখ খেয়াল ছিলো না। ডিসেম্বর মাস পুরোটা খুজেও তারা জিডি পায় নাই।’

তিনি বলেন, ‘অবশেষে আমাদের একজনের কাছে জিডির একটি কপি পাওয়া যায়৷ নয়তো কোনদিন জানতেই পারতাম না হাদি ভাই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেন কিংবা সেই জিডি করার সময় আমি এবং জুমা তার সঙ্গে ছিলাম।’

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৪ সালের হওয়ায় খোঁজে পেতে সময় লেগেছে। আমরা পেয়েছি জিডির কপি।

চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকমীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬