ময়মনসিংহের ৪ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

০৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ PM
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন © সংগৃহীত

ময়মনসিংহের চারটি সংসদীয় আসনে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাছাই-বাছাই কার্যক্রম শেষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এই আদেশ দেন।

এর মধ্যে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে এক শতাংশ ভোটারের সমর্থন সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ভূইয়ার মনোনয়ন বাতিল করা হয়। 

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়। তাদের মধ্যে এক শতাংশ ভোটারে সমর্থন সঠিক না থাকা এবং ঋণখেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর এ. আর. খানের মনোনয়ন বাতিল করা হয়। হলফনামায় তথ্য ভুল এবং এক শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্বশর্মার মনোনয়ন বাতিল করা হয়। 

এ ছাড়া, এক শতাংশ ভোটারের সমর্থন সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মামুন বিন আবদুল মান্নান এবং প্রয়াত সংসদ সদস্য খররুম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরীর মনোনয়ন বাতিল হয়। অপরদিকে ঋণখেলাপি থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শামসুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। 

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে পাঁচজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তাদের মধ্যে ঋণখেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমান, এক শতাংশ ভোটার সমর্থকের তালিকা সঠিক না থাকায় আল ফাতাহ্ মো. আবদুল হান্নান খান, আলমগীর মাহমুদ আলম, মুশফিকুর রহমান ও মো. মতিউর রহমানের বাতিল হয়। তারা সবাই বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। 

এ ছাড়া, ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের শতাংশ ভোটার সমর্থকের তালিকা সঠিক না থাকায় তার মনোনয়নও বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বিভিন্ন ত্রুটির কারণে জেলার ৪টি আসনের মোট ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা যথাযথ প্রক্রিয়া মেনে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।  

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬