বেগম জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদের ভিড় © সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলবদ্ধভাবে কবর জিয়ারতে অংশ নিচ্ছেন। বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা নেতাকর্মীরা ব্যানার হাতে ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে প্রবেশ করেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ করেন এবং দোয়া করেন।
এর আগে পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট সময়ে কবর জিয়ারতের আয়োজন করা হয়। এ সময় খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান, তারেক রহমানের পরিবারের সদস্যরা এবং মরহুমার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ নিকটাত্মীয়রা সেখানে উপস্থিত ছিলেন। নিরাপত্তাজনিত কারণে তখন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে তা উন্মুক্ত করে দেওয়া হয়।
জিয়ারত করতে আসা অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ধানমন্ডি থেকে আসা মোখলেছুর রহমান বলেন, দীর্ঘদিনের নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি। আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
গেন্ডারিয়া থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা মুজিবুল হক জানান, ব্যক্তিগত শোক ও ভালোবাসা থেকেই তিনি জিয়া উদ্যানে এসেছেন।
জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়কে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বাস ও মাইক্রোবাসের ভিড় দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মোতায়েন ছিলেন।
পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আসা শাফিউর রহমান সাফি বলেন, কর্মব্যস্ততার কারণে জানাজা ও দাফনে উপস্থিত থাকতে না পারলেও আজ সুযোগ পেয়ে কবর জিয়ারত করেছেন। তিনি মরহুমার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার সারাদেশে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে জিয়া উদ্যানে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। এর আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।