‘উই হ্যাভ মেইড ইট’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ PM
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগ করা সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থন আদায় করতে হয়েছে তাকে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাসনিম জারা ফেসবুকে অনুসারীদের জানিয়েছেন এই তথ্য। তিনি মনোনয়ন জমা দেওয়ার ছবি শেয়ার করে লিখেছেন, ‘উই হ্যাভ মেইড ইট।’
গত শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার খবর প্রকাশ্যে আসলে এর বিরোধিতা করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দল থেকে ঢাকা-৯ আসনের জন্য মনোনীত ছিলেন। দল থেকে পদত্যাগ করলেও আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তিনি।
পরে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) তাসনিম জারা জানান, স্বতন্ত্র নির্বাচন করতে হলে আসনের মোট ভোটারের মধ্য থেকে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর লাগবে তার। এদিন দিবাগত রাত ১২টার পর এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, আরও ১৫০০ স্বাক্ষর প্রয়োজন। সব মিলিয়ে দুইদিনের মাথায় প্রায় ৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তিনি।