গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন হাসান আল মামুন

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ AM
হাসান আল মামুন

হাসান আল মামুন © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে মো. রাশেদ খাঁনের পদত্যাগের পর দলটির গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পেয়েছেন বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তাকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরামের এক জরুরি অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দলের উচ্চতর পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বিভিন্ন ইউনিটের প্রধানরা অংশ নেন।

হাসান আল মামুন ছাত্র রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। তিনি ২০১৮ সালের আলোচিত কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় সভায় হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাকেই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হবে কি না অথবা ভোটাভুটি হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগে শনিবার সকালেই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খাঁন। এর কয়েক ঘণ্টা পরেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তার।

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানকে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' বলল ক…
  • ০৪ জানুয়ারি ২০২৬
আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মজনুর কোটি টাকার স…
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৪ জানুয়ারি ২০২৬
কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আ'লীগ নেতার মৃত্যু
  • ০৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে আইপিএলের সম্প্রচার!
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!