সমমনা দলের ‘৩৪৮ আসন’ চাওয়ার খবর, যা বললেন জামায়াত নেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিশসহ শরিক ৮ দল জামায়াতের কাছে প্রায় ৩৪৮টি আসন চেয়েছে বলে গুঞ্জন উঠেছে। এর মধ্যে ইসলামী আন্দোলনই চেয়েছে ১২০ আসন। এতে ৮ দলের আসন সমঝোতা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে এ খবরকে উড়িয়ে দিচ্ছে জামায়াত। দলটি থেকে বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বলেছেন, এসব ভুয়া আলাপ। বরং ৯ দলের সমঝোতার স্পেস আরও বড় হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। নূর মোহাম্মদ আবু তাহের বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আগামী সংসদ নির্বাচনে তিনি জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নূর মোহাম্মদ আবু তাহের লিখেছেন, ‘দম ধরে রাখুন, শান্ত থাকুন। ৮ দলের সমঝোতার স্পেস আরও বড়ো হচ্ছে। এনসিপি, এবি পার্টিসহ আরও কয়েকটি দল সমঝোতার অংশীদার হচ্ছে ইনশাআল্লাহ।’
তিনি আরও লিখেছেন, ‘৮ দলের মধ্যে কোনো টানাপোড়েন নাই। দু-একটি ভিউজপ্রিয় মিডিয়ার ফটোকার্ডে বিভ্রান্ত হবেন না। সমঝোতার স্বার্থে সকল দল স্যাক্রিফাইজ করছে। কোনো দল বাড়াবাড়ি করেনি, এখনও করছে না। ইসলামী আন্দোলন ১৫০ সিট চায়, খেলাফত মসলিস ৩০ সিট চায়, সব দল মিলে ৩৪৫ আসন চায়— এসব ভুয়া আলাপ।’
কেউ কাউকে আসন দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই মিলে প্রতিটি আসনের সম্ভাব্য বিজয়ী প্রার্থী নির্ধারণ করছে। এই সম্পর্ক কেবল রাজনীতির নয়, আগামী দিনের দেশের গতিধারা নির্ধারণের সম্পর্ক। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সামনে ব্রিলিয়ান্ট কিছু আসছে। সবাই কুল থাকুন, পজেটিভ থাকুন প্লিজ।’