‘তারেক রহমানকে স্বাগত জানাতে বগুড়ার প্রায় এক লাখ নেতাকর্মী ঢাকায়’

বগুড়া বিএনপি নেতাকর্মীরা
বগুড়া বিএনপি নেতাকর্মীরা  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে বগুড়া থেকে প্রায় এক লাখ নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।

বুধবার রাত ১১টায় দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান  বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহালু-নন্দীগ্রাম আসনে ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন। এসময় বগুড়া থেকে আসা বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘প্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা বগুড়া থেকে লক্ষাধিক নেতাকর্মী এসেছি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মীও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নেতাকর্মী এবং সমর্থকদের ঢাকায় নেওয়া ও থাকা-খাওয়ার সব ব্যবস্থা করেছি আমরা। অনেকে নিজ বাড়ি ও আত্মীয়-স্বজনদের বাড়িতে উঠবেন। সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রত্যাবর্তন দিবসের কর্মসূচিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’  

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া থেকে ৫০০ এর অধিক বাস, কয়েক হাজার মাইক্রোবাস, ট্রেন এবং ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় এসেছেন বগুড়ার বিএনপি সমর্থক এবং সাধারণ মানুষ। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন অবস্থায় তাকে স্বাগত জানাতে একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!